kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

ব্রিসবেনে দারুণ শুরু অস্ট্রেলিয়ার

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিচেল স্টার্কের বিষধর প্রথম ডেলিভারিটাই উপড়ে ফেলেছে রোরি বার্নসের স্টাম্প। অ্যাশেজের বিস্ময়কর এক শুরু দেখা গেল, ইতিহাসে যা মাত্র দ্বিতীয়বার। সিরিজের প্রথম বলেই উইকেট এর আগে একবারই দেখা গেছে, ১৯৩৬ সালে।

বব উইলিসের পর প্রথম অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের ৫ উইকেট শিকারও দেখা গেল এদিন।

বিজ্ঞাপন

দেখা গেল ইংলিশদের মুখ থুবড়ে পড়াও। প্রথম দিন মাত্র ৫০.১ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে গেছে ইংলিশদের প্রথম ইনিংস।

জস বাটলার ৩৯ আর ওলি পোপ করেন ৩৫ রান। কামিন্স ৫টি ও ২টি করে উইকেট জস হ্যাজেলউড, মিচেল স্টার্কের। এএফপিসাতদিনের সেরা