kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

ওয়ানডের নেতৃত্বেও নেই কোহলি

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ছেড়েছিলেন টি-টোয়েন্টির নেতৃত্ব। গতকাল ভারতীয় বোর্ড নিশ্চিত করে দিল, টি-টোয়েন্টির মতো ওয়ানডের নেতৃত্বেও আর নেই কোহলি। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সাদা বলের দুই ফরম্যাটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

বিজ্ঞাপন

পাশাপাশি আজিঙ্কা রাহানের জায়গায় ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কত্বও পেয়েছেন রোহিত। তবে টেস্ট অধিনায়ক থাকছেন কোহলিই।

সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটে দুই অধিনায়ক থাকলে দলের ভেতর শীতল লড়াই শুরুর শঙ্কা থাকে। এ কারণেই বেছে নেয়া হয়েছে রোহিতকে। ২০১৭ সালে ওয়ানডের নেতৃত্ব পাওয়ার পর কোহলির অধীনে ৯৫ ম্যাচের ৬৫টি জিতেছিল ভারত। তাঁর হাত ধরে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল আর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ভারত। পিটিআইসাতদিনের সেরা