kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

অ্যাশেজের রোমাঞ্চ শুরু আজ

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅ্যাশেজের রোমাঞ্চ শুরু আজ

ক্রিকেটের শুদ্ধতম রূপ যদি টেস্ট হয়, তবে সেই শুদ্ধতার অনবদ্য ছবি অ্যাশেজ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার শত বছর পুরনো ধুন্ধুমার এ লড়াই আজ থেকেই আবার মাঠে গড়াচ্ছে, এবারেরটা ৭২তম। অস্ট্রেলিয়া এই ভস্মাধার ৩৩ বার জিতেছে, ৩২ বার ইংল্যান্ড।

একটা সময় অস্ট্রেলিয়ার টানা আধিপত্য থাকলেও কয়েক বছরে ঐতিহাসিক ভস্মাধারটি বেশ কয়েকবার মহাসাগরের এপার-ওপার করেছে।

বিজ্ঞাপন

ইংল্যান্ড এবার অস্ট্রেলিয়ায় যাচ্ছে গৌরবের অ্যাশেজ ফিরিয়ে আনতে। ২০১০-১১ মৌসুমের পর যে কাজটি ইংলিশরা আর পারেনি। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে পারেনি তারা গত ১০ বছরে। ২০১৭-১৮ থেকেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার। গতবার ইংল্যান্ডে এসে ড্র করে তারা সেটা ধরে রেখেছে। জো রুটের দলের সামনে তাই চ্যালেঞ্জটা কঠিন।

আজ গ্যাবায় প্রথম টেস্টে অবশ্য স্বাগতিকরাই ফেভারিট। এখানে ইংল্যান্ড সর্বশেষ জিতেছে ১৯৮৬ সালে। অবশ্য অস্ট্রেলিয়ার এই দুর্গ এ বছরই ভেঙে দেখিয়েছে ভারত। ১৯৮৮ সালের পর প্রথম সফরকারী দল হিসেবে তারা গ্যাবায় জিতেছে। জো রুটের দলের জন্য এটা অনুপ্রেরণা হতে পারে। ইংল্যান্ড অধিনায়ক যদিও ততটা আশাবাদী নন। ড্র হলেই খুশি থাকবেন, খোলাখুলি বলেছেন তিনি, ‘গ্যাবায় হার এড়াতে পারলেই মনে করব সিরিজটা আমরা দুর্দান্তভাবে শুরু করতে পেরেছি। ’ অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে বাইরে রেখেই প্রথম টেস্টের দল দিয়েছে ইংল্যান্ড। পাঁচ মাসের বিরতি কাটিয়ে ফিরেছেন বেন স্টোকস। বিবিসিসাতদিনের সেরা