kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

বাংলাদেশ সিরিজে নেই উইলিয়ামসন

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ সিরিজে নেই উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে খেলা হচ্ছে না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। কনুইয়ের চোটে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি তিনি খেলেননি। গতকাল ভারত থেকে দেশে ফেরার আগে কোচ গ্যারি স্টিড জানিয়ে গেছেন, অন্তত ৮-৯ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

‘কেনের সেরে উঠতে আরো সময় লাগবে।

বিজ্ঞাপন

এটাই হওয়ার কথা। এর আগেও এমন ইনজুরিতে ৮-৯ সপ্তাহ ওকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। এবারও তা-ই লাগবে’, ভারত ছাড়ার আগে বলেছেন গ্যারি স্টিড। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ফিরবেন, এমনটাও আগেভাগে বলতে রাজি নন কিউই কোচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার মিশনে ভারতেই প্রথম সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। টিওআইসাতদিনের সেরা