kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

রাসেলের সঙ্গে শেষ আটে শেখ জামাল

স্বাধীনতা কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক   

৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাসেলের সঙ্গে শেষ আটে শেখ জামাল

দল ঢাকায় স্বাধীনতা কাপের ম্যাচ খেলছে আর তাদেরই একজন খেলোয়াড় কিনা সে সময় খেপ খেলছেন ঢাকার বাইরে। শীর্ষ ফুটবলে এমন বিস্ময়কর ঘটনাই ঘটেছে কাল। দলটি হলো উত্তর বারিধারা আর অভিযুক্ত তাদের বিদেশি খেলোয়াড় মোস্তফা মাহমুদ। গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছাড়া বারিধারা কাল বিমানবাহিনীর সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।

বিজ্ঞাপন

অথচ ম্যাচটি জিতলে তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল।

সেটা না হওয়ায় কাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই শেষ আট নিশ্চিত হয়ে যায় শেখ জামালের। পরে শেখ রাসেলের সঙ্গে আনুষ্ঠানিকতার ম্যাচটিতে অবশ্য ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের ২৭ মিনিটে শাহিন মিয়ার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল জামাল। তবে এর দুই মিনিটের মধ্যেই রাসেলকে সমতায় ফিরিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার এসমায়েল রুতি। আগের দুই ম্যাচ জেতা শেখ রাসেলই গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ শেখ জামাল।সাতদিনের সেরা