kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

তবু হারের মুখে নিউজিল্যান্ড

৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন এজাজ প্যাটেল। তাঁর অমন অবিস্মরণীয় অর্জনের পরও মুম্বাই টেস্টে দ্বিতীয় দিন শেষেই বড় হারের মুখে নিউজিল্যান্ড।

প্যাটেলের কীর্তির পর ব্যাটিংয়ে চূড়ান্ত ভরাডুবি হয়েছে কিউইদের। রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৬২ রানে গুঁড়িয়ে গেছে তাদের প্রথম ইনিংস। সাদা পোশাকের ক্রিকেটে ভারতের বিপক্ষে কোনো দলের এটা সর্বনিম্ন স্কোর। ওপেনার টম ল্যাথাম এবং আট নম্বর ব্যাটার কাইল জেমিসন—এই দুজনই শুধু ছুঁয়েছেন দুই অঙ্কের স্কোর।

কিউইদের ফলোঅন না করিয়ে নিজেরাই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬৯ রান করেছে ভারত। হাতে ১০ উইকেট রেখে বিরাট কোহলির দল এখন এগিয়ে আছে ৩৩২ রানে। প্রথম ইনিংসে স্বাগতিকরা করেছিল ৩২৫ রান। মায়াঙ্ক আগরওয়াল ১৫০ রানের ঝলমলে শতরান করলেও এজাজ প্যাটেলের বিধ্বংসী বোলিংয়ে সোয়া তিন শতেই থেমে যেতে হয় ভারতকে। ক্রিকইনফোসাতদিনের সেরা