kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

পারফেক্ট টেন

অভিনন্দনে ভাসছেন এজাজ

৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅভিনন্দনে ভাসছেন এজাজ

ইনিংসে ১০ উইকেট অবিশ্বাস্য কীর্তি বলেই ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে ঘটেছে মাত্র তৃতীয়বার। ১৯৫৬ সালে জিম লেকারের পর ১৯৯৯ সালে অনিল কুম্বলের ‘পারফেক্ট টেন ক্লাবে’ গতকাল নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। জন্ম ভারতের মুম্বাইয়ে। তবে আট বছর বয়সে মা-বাবার সঙ্গে পাড়ি জমান নিউজিল্যান্ডে। কাকতালীয় ব্যাপার হলো, সেই শহরের ওয়াংখেড়েতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেই অনন্য এই কীর্তি গড়েছেন এজাজ। তাই ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে নিউজিল্যান্ড বিপর্যয়ের মুখে পড়লেও এই কীর্তিমানকে অভিনন্দনে ভাসিয়েছেন দেশ-বিদেশের সাবেকরা।

জিম লেকার বেঁচে নেই, অনিল কুম্বলে তো আছেন। ভারতের সাবেক টপ অর্ডার ব্যাটার ওয়াসিম জাফরের কৌতুকমাখা টুইট, ‘অনিল ভাই কি দেখছেন? আপনার বিশেষ ক্লাবটি নতুন সদস্য পেতে যাচ্ছে।’ ভারতের সাবেক লেগ স্পিনার ঠিকই দেখেছেন এবং অভিনন্দনও জানিয়েছেন নবাগতকে, ‘এজাজ প্যাটেল, আমাদের পারফেক্ট টেন ক্লাবে স্বাগতম। দারুণ বোলিং করেছ। টেস্টের প্রথম ও দ্বিতীয় দিনে এমন কীর্তি গড়া বিশেষ কিছু।’

ভারতের আরেক সাবেক ভি ভি এস লক্ষ্মণ অভিভূত, ‘রোমাঞ্চকর! টেস্ট ইনিংসের ১০ উইকেট নেওয়া স্বপ্নের মতো ব্যাপার। অভিবাদন এজাজ প্যাটেল, তুমি এখন জিম লেকার ও অনিল কুম্বলের অভিজাত ক্লাবের সদস্য। আর ঘটনাটা ঘটালে কিনা নিজের জন্মস্থানে। ওয়াও!’

ভারতের সদ্য সাবেক কোচ রবি শাস্ত্রীও টুইট করেছেন, ‘ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজের একটি। পুরো একটি দলকে শিকার বানাতে পারা কল্পনারও অতীত ব্যাপার। অবিশ্বাস্য। ওয়েল ডান ইয়াং ম্যান হ্যাশট্যাগ এজাজ প্যাটেল।’ অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের এখনো বিশ্বাসই হচ্ছে না, ‘আমার দেখা অবিশ্বাস্য একটা ঘটনা। এজাজ প্যাটেল... ফেনোমেনাল।’ কিউই ক্রিকেটার জিমি নিশাম বিস্মিত, ‘এটা কী হলো!’ আর ক্রিকেট লেখক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলের কাছে, ‘দারুণ অর্জন এবং কী সুন্দর গল্প। এজাজ প্যাটেল, তোমার জন্য আনন্দিত।’ হিন্দুস্তান টাইমস

 সাতদিনের সেরা