kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

মেসির উদযাপন ড্রয়ে ম্লান

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমেসির উদযাপন ড্রয়ে ম্লান

প্যারিস সেন্ত জার্মেইয়ের কোনো খেলোয়াড় এর আগে ব্যালন ডি’অর জিততে পারেননি। লিওনেল মেসির অর্জনটা গত মৌসুমের জন্য হলেও তাঁর এই সপ্তম ব্যালন ডি’অরের পাশে ক্লাব হিসেবে কিন্তু পিএসজির নামই লেখা। ফরাসি ক্লাবটির এ নিয়ে গর্ব আছে। মেসিও পরশু প্রথমবারের মতো তাঁর ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন ন্যু ক্যাম্পের বাইরে, পার্ক দ্য প্রিন্সেসে।

বিজ্ঞাপন

নিসের বিপক্ষে ম্যাচের আগে প্যারিসবাসীর উষ্ণ অভিনন্দনে ভিজেছেন তিনি। যদিও ম্যাচ শেষে সেই আনন্দ অনেকখানিই উবে গেছে মৌসুমে পিএসজির প্রথম ড্রয়ে। নেইমারহীন ম্যাচটি শেষ করেছে তারা গোলশূন্য ড্রয়ে। এদিন ২২ শটের পূর্ণ আধিপত্য দেখিয়েও জালের দেখা খুঁজে পাননি মেসি, কিলিয়ান এমবাপ্পেরা। তাতেও অবশ্য দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে পিএসজি।

স্পেনে শীর্ষস্থানে জেঁকে বসেছে রিয়াল মাদ্রিদও। করিম বেনজেমার একমাত্র গোলে পরশু অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে তারা ঘরের মাঠে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাতে ৭ পয়েন্টের লিড রিয়ালের। কাল রাতেই অবশ্য গ্রানাদার মাঠে ব্যবধানটা কমিয়ে আনার সুযোগ ছিল অ্যাতলেতিকোর। ইংল্যান্ডে পরশু জিতেছে শীর্ষ তিন দলই। ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ম্যাসন মাউন্ট চেলসিকে শুরুতে এগিয়ে দিলেও ইমানুয়েল ডেনিসের গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বদলি নামা হাকিম জিয়াশ জিতিয়েছেন চেলসিকে। অন্য মাঠে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলও জেতায় চেলসি এদিন পয়েন্ট হারালেই শীর্ষস্থান হারাত। শেষ পর্যন্ত তা হয়নি। ১৪ ম্যাচে চেলসির ৩৩, সমান ম্যাচে ম্যানসিটির ৩২ ও ৩১ লিভারপুলের। অ্যাস্টন ভিলার মাঠে ম্যানসিটিও জিতেছে এদিন একই ব্যবধানে। রুবেন দিয়াজ ও বার্নান্দো সিলভার গোলে সিটি অবশ্য এগিয়ে গিয়েছিল ২-০-তে। বিরতির পর ওলে ওয়াটকিনস একটি শোধ দিলেও সমতা ফেরাতে পারেনি ভিলা। কোচ হিসেবে স্টিভেন জেরার্ডের প্রথম হার এটিই। ওদিকে মার্সিসাইড ডার্বিতে মোহামেদ সালাহর জোড়া গোলে লিভারপুল ৪-১ গোলে হারিয়েছে এভারটনকে। বিবিসিসাতদিনের সেরা