kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

ধনঞ্জয়ায় স্বস্তি শ্রীলঙ্কার

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছয় ঘণ্টা ব্যাট করে অপরাজিত ১৫৩ রানের ম্যাচ বাঁচানো এক ইনিংস খেলেছেন ধনঞ্জয়া ডি সিলভা। তাঁর এই প্রতিরোধেই আজ শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭৯ রানের লিড নিয়েছে লঙ্কানরা। গলে এত বেশি রান তাড়া করে টেস্ট জেতার রেকর্ড নেই কোনো দলের।

ধনঞ্জয়া ও লাসিথ এম্বুলদেনিয়া ১০৭ রানের জুটি গড়ে আজও ব্যাটিংয়ে নামছেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসের স্কোরবোর্ডে ৮ উইকেটে ৩২৮ রান লঙ্কানদের। কাল শেষ সেশনটায় কোনো উইকেটই ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাতেই শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্নটা তাদের উবে গেছে। এম্বুলদেনিয়া অপরাজিত আছেন ২৫ রানে। ৭৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে নেমে ধনঞ্জয়ার প্রতিরোধ। ক্রিকইনফোসাতদিনের সেরা