kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

নিউজিল্যান্ডে শিথিল কোয়ারেন্টিন

ক্রীড়া প্রতিবেদক   

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ডে আগের সফরেও সাত দিনের রুম কোয়ারেন্টিন করতে হয়েছিল। এবার সেটি কমে তিন দিনে নেমে আসছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও হয়ে যাচ্ছে, ‘আমাদের শেষ নিউজিল্যান্ড সফরেও যে প্রটোকল ছিল, তার থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। এখন তিন-চার দিনের রুম কোয়ারেন্টিন করতে হবে।

বিজ্ঞাপন

এর ফলে আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে। দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আমাদের দল। এর একটি নিজেদের মধ্যেই খেলবে। অন্যটি নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে। ’ হোটেলে ওঠার আগে বাংলাদেশ দলকে থাকতে হবে সে দেশের কোয়ারেন্টিন সেন্টারে। দুই টেস্টের সফরে মমিনুল হকের দল ৯ ডিসেম্বর সকালে রওনা হচ্ছে নিউজিল্যান্ডের পথে।সাতদিনের সেরা