kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

এস্তোয়ানের ২ গোল

গোল উৎসবে শুরু বসুন্ধরা কিংসের

১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগোল উৎসবে শুরু বসুন্ধরা কিংসের

ক্রীড়া প্রতিবেদক : নতুন মৌসুমে বসুন্ধরা কিংস কেমন করবে তার একটা ইঙ্গিত থাকল প্রথম ম্যাচেই। এদিন নৌবাহিনীকে নিয়ে একরকম ছেলেখেলা করেছে অস্কার ব্রুজোনের দল। স্বাধীনতা কাপের প্রথম এই ম্যাচটা জিতেছে তারা ৬-০ গোলে।

কিংসের নতুন রিক্রুট এস্তোয়ান ব্রাহেশ কেমন করবেন তারও একটা আভাস দিয়ে রেখেছেন তিনি এই ম্যাচে।

বিজ্ঞাপন

৬ গোলের দুটিই যে এসেছে তাঁর কাছ থেকে। কমলাপুর স্টেডিয়ামে কিংসের গোল উৎসবের শুরুও এস্তোয়ানকে দিয়ে। ৪০ মিনিটে জোনাথন ফার্নান্দেজের ক্রসে মাপা এক হেডে কিংসকে প্রথম এগিয়ে দেন তিনি। ৪২ মিনিটে জোনাথন নিজেই লক্ষ্যভেদ করেন মোহাম্মদ ইব্রাহিমের পাসে। নৌবাহিনীর এই দলটা অন্য দুটি বাহিনীর মতো নয়। চাকরি সূত্রে মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, শহীদুল আলম, সাখাওয়াত হোসেন, শাকিল আহমেদ, রায়হান হাসানের মতো জাতীয় দলে খেলা ফুটবলাররা তাঁদের হয়ে খেলছেন এবার স্বাধীনতা কাপে। সেই দলের বিপক্ষে কিংসের প্রথম গোল পেতে ৪০ মিনিট সময় লাগলেও পরে আর থামানোই যায়নি তাদের। বিরতির পর এস্তোয়ানেরই অসাধারণ এক ভলিতে ৩-০। ইব্রাহিম ছোট বক্সের ওপর ক্রস ফেলেছিলেন, বসনিয়ান ফরোয়ার্ড দৌড়ে এসে বাঁ পায়ের নিখুঁত ভলিতে তা জালে পাঠিয়ে দিয়েছেন। বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে বদলি নামা এলিটা কিংসলে গোল করেছেন ৭৯ মিনিটে। এরপর অতিরিক্ত সময়ে হয়েছে আরো দুই গোল। প্রথমটি গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবসন রোবিনহোর। জোথানের থ্রু পাসে বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোল ব্রাজিলিয়ান তারকার। শেষ বাঁশি বাজার আগে তৌহিদুল আলমের ক্রস ক্লিয়ার করতে গিয়ে হাবিবুর রহমান নিজেদের জালেই বল ঠেলেছেন।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পুলিশ এফসি।সাতদিনের সেরা