kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

বছর শেষ নেইমারের

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবছর শেষ নেইমারের

নেইমার

ক্রাচে ভর করে স্টেডিয়াম ছাড়ছেন নেইমার। ছবিটা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরশু সেঁত এতিয়েনের মাঠে ৮৪ মিনিটে গোড়ালিতে চোট পান এই ব্রাজিলিয়ান। ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিলেও নেইমারের বাঁ পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। এ সময় গোড়ালিতে ব্যথা পেয়ে চোখের জলে স্ট্রেচারে ছাড়েন মাঠ। আরএমসি স্পোর্ত জানিয়েছে, প্রাথমিক স্ক্যানে গোড়ালি মচকে যাওয়ার প্রমাণ মিলেছে। এ ধরনের চোটে মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় সপ্তাহ। পরীক্ষা-নিরীক্ষার পর পিএসজিও গতকাল নিশ্চিত করেছে চোট গুরুতরই। অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের  বাইরে থাকতে হতে পারে ব্রাজিল তারকাকে। অর্থাৎ এ বছর যে নেইমার মাঠে নামতে পারছেন না।

এই মৌসুমে চোট আর নিষেধাজ্ঞা মিলিয়ে ৯ ম্যাচ খেলতে পারেননি নেইমার। তাই ইনস্টাগ্রামে চোট কাটিয়ে আরো শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় নেইমারের, ‘দুর্ভাগ্যজনক, এসব একজন খেলোয়াড়ের জীবনের অংশ। এসব নিয়েই মাথা উঁচু করে থাকতে হবে আর এগিয়ে যেতে হবে। আরো ভালো ও শক্তিশালী হয়ে ফিরে আসব আমি।’ ইএসপিএনসাতদিনের সেরা