kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

শিরোপাস্বপ্ন দেখছে শেখ রাসেল

২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিরোপাস্বপ্ন দেখছে শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক : হৃত গৌরব পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে নতুন মৌসুমের দলবদল সেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ক্লাবের ফুটবল কমিটির প্রধান সালেহ জামান সেলিমের নেতৃত্বে গতকাল তারা ৩০ ফুটবলারের তালিকা জমা দিয়েছে বাফুফেতে। এরপর কোচ সাইফুল বারী টিটু ক্লাবের সব কর্মকর্তাকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘গতবার আমাদের ফল খুব খারাপ হয়েছিল। এবার আমার নিজের জন্যও চ্যালেঞ্জ। জাতীয় দলের খেলোয়াড় ও বিদেশি মিলিয়ে এই দলটা বেশ ভালো। আমরা অবশ্যই ঘরোয়া লিগ ও টুর্নামেন্টগুলোতে শিরোপার স্বপ্ন দেখছি।’ রহমত, সাদ উদ্দিন, মানিক মোল্লাদের পাশাপাশি বিদেশি বাছাই ভালো হয়েছে। এনেছে দুই ফরোয়ার্ড— ব্রাজিলিয়ান মাচাদো ডি সুজা থাই দ্বিতীয় বিভাগের সর্বোচ্চ গোলদাতা। গিনিরি ইসমাইল দ্য সিলভা গত বছর চেন্নাইয়ান এফসিতে খেলা স্ট্রাইকার। তাঁর ঠিক পেছনে খেলবেন ইন্দোনেশিয়ান লিগফেরত ব্রাজিলিয়ান থিয়াগো আমারাল। এ ছাড়া রক্ষণভাগে কিরগিজ ডিফেন্ডার আইজার আখমাতভ। কাল নতুন মৌসুমের জন্য খেলোয়াড় তালিকা জমা দিয়েছে মোহামেডান, সাইফ স্পোর্টিং ও বাংলাদেশ পুলিশ।সাতদিনের সেরা