kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

ম্যারাডোনার অমরত্বের এক বছর

২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেম্যারাডোনার অমরত্বের এক বছর

কারো কারো মৃত্যু মানেই শেষ নয়, যেন অমরত্বের পথে যাত্রা। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার সেই যাত্রার এক বছর আজ।

আর্জেন্টিনা আবার কোপা আমেরিকা জিতেছে, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে, ক্রিস্তিয়ানো রোনালদো ফিরেছেন জুভেন্টাসে। ডিয়েগো ম্যারাডোনার চলে যাওয়ার এক বছরেই কত কিছুই তো হয়ে গেল ফুটবলবিশ্বে। বেঁচে থাকলে নিশ্চয়ই শিশুর মতো আনন্দ করতেন মেসিদের কোপা জয়ে, বার্সেলোনার মেসিকে ছেড়ে দেওয়া দেখেও নিশ্চয়ই মুখ বন্ধ রাখতেন না, হয়তো অভিনন্দন জানাতেন রোনালদোকেও।

খেলা ছাড়ার পরও ফুটবলজুড়ে ছিলেন তিনি। গত বছরের ঠিক এই দিনে তাঁর সেই জুড়ে থাকা ফুটবলেই ভর করেছে অনন্ত শূন্যতা। তবে ভক্তরা তাঁকে ভুলতে দিলে তো! নাপোলি তাদের সর্বশেষ ম্যাচটিতেও মাঠে নেমেছে ম্যারাডোনার ছবি আঁকা জার্সি পরে। আজ নাপোলি স্টেডিয়ামের সামনে বসবে তাঁর পূর্ণ আকৃতির ব্রোঞ্জমূর্তি। নাপোলি স্টেডিয়ামেরও তো নাম বদলে গেছে, সেটি এখন ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়াম। এর সামনে তো ম্যারাডোনার মূর্তিই শোভা পায়। আর্জেন্টাইন কিংবদন্তির প্রথম মৃত্যুবার্ষিকীতে ইউরোপের অনেক দেশ থেকেই ভক্তরা নেপলসে এসেছে। নাপোলিটানদের মতো ম্যারাডোনার প্রতি ভালোবাসা দেখাতে পেরেছে আর কারা! সেখানে এখনো তাঁর নিত্যনতুন ম্যুরাল হয়। মৃত্যুবার্ষিকীতে আবেগটা এখন আরো বেশিই সেখানে। গতকালই ‘হ্যান্ড অব গড’ নামে নতুন সিনেমা মুক্তি পেয়েছে তাঁকে নিয়ে। ইতালিয়ান পরিচালক পাওলো সোরেন্তিনো যেখানে তুলে এনেছেন সেই আশির দশকের নেপলসকে। যেখানে সব রূপকথা লেখা শুরু করেছিলেন তিনি।

ম্যারাডোনার মৃত্যুর এক বছর না ঘুরতেই অবশ্য তাঁকে নিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন কিউবান এক নারী। আজ থেকে দুই দশক আগের ঘটনা সামনে এনে এই আর্জেন্টাইনকে নতুন করে আবার বিতর্কিত করেছেন। এর পরও ‘ফুটবল ঈশ্বর’কে নিয়ে আবেগে ভাসছে মানুষ। ম্যারাডোনার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আর্জেন্টিনা প্রিমিয়ার লিগে নতুন থিম সং করা হয়েছে তাঁর খেলার সব ভিডিও ক্লিপস। ম্যাচ ডে-তে যেটি দেখানো হবে প্রতিটি মাঠেই। গত পরশুও লিগের ম্যাচ শুরুর আগে প্রতিটি দলের খেলোয়াড়রা সম্মান জানিয়েছেন তাঁকে। হুরাকান ও পাত্রোনাতোর ম্যাচে যেমন স্বাগতিক খেলোয়াড়রা এক লাইনে দাঁড়িয়ে এক, আর সফরকারীরা গোল হয়ে শূন্য লিখে আর্জেন্টাইন তারকার ‘১০’ নম্বর জার্সিকে সম্মান দেখিয়েছেন। এএফপিসাতদিনের সেরা