kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

ফুটবল নক্ষত্র এনায়েত এখন ঢাকায়

১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফুটবল নক্ষত্র এনায়েত এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক : দেশের সোনালি অতীতের অন্যতম সেরা ফরোয়ার্ড এনায়েতুর রহমান এখন ঢাকায়। ২৭ বছর পর গতকাল তিনি ঢাকায় এসেছেন। দুই মাসের ছুটিতে ঢাকায় এসে এই তারকা বলেছেন, ‘দেশে ফেরার অন্য রকম অনুভূতি। যারা ফুটবল খেলেছে, মুক্তিযুদ্ধ করেছে তারা দেশ থেকে দূরে থাকতে পারে না।

বিজ্ঞাপন

জীবনের প্রয়োজনে মানুষ অনেক কিছু করে। ’

১৯৭৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে দেশের জার্সিতে প্রথম গোল করা এই ফরোয়ার্ড সত্তরের দশকে ফুটবল মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। সোনালি স্মৃতি রেখে গেছেন ইপিআইডিসি-মোহামেডানের জার্সিতে। সেই সময়ের অনেক ফুটবল দর্শকের কাছে এনায়েতুর রহমানই ‘কমপ্লিট ফুটবলার’। ক্যারিয়ার শেষে বিদেশে পাড়ি জমানো এই তারকা কানাডা থেকে ফিরেছেন দেশে।সাতদিনের সেরা