ক্রীড়া প্রতিবেদক : আরেকটি ব্যর্থতা সঙ্গে নিয়ে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। কলম্বোর চার জাতি ফুটবলে ফাইনালে ওঠার ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়ে ফেরার পর ব্যর্থতার দায় স্বীকার করে ফরোয়ার্ড সুমন রেজা বলেছেন, ‘ম্যাচটি আমাদের হাতে ছিল, কিন্তু আমাদের ব্যর্থতার কারণে জিততে পারিনি। ফরোয়ার্ড লাইনে আমাদের ফিনিশিংয়ের অভাব আছে। ’
শ্রীলঙ্কার বিপক্ষে ড্রয়ের কাছাকাছি গিয়েও বাংলাদেশ ছিটকে গেছে শেষ মুহূর্তে গোল হজম করে।
বিজ্ঞাপন
সাফ চ্যাম্পিয়নশিপের পর এই চার জাতি টুর্নামেন্ট অর্থাৎ টানা দুই টুর্নামেন্টে ফাইনালের চৌকাঠ থেকে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। এসব ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে মারিও লেমোস বলেছেন এগিয়ে যাওয়ার কথা, ‘যা হয়েছে তা আর ফেরানোর উপায় নেই। কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি, ছেলেরাও সর্বোচ্চটুকু দিয়েছে। আশা করি পরের টুর্নামেন্টে ভালো হবে। ’ এভাবেই জাতীয় দলকে বিদায় বলছেন পর্তুগিজ কোচ। শ্রীলঙ্কার বিপক্ষে এই টুর্নামেন্টেই শেষ হয়েছে লেমোসের জাতীয় দল অধ্যায়।