ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পরদিন নির্বাচকদের সঙ্গে যোগাযোগের ঘাটতি নিয়ে মনঃকষ্টের কথা বলেন মুশফিকুর রহিম। গতকাল সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গটি তুললে এড়িয়ে গেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছিলেন, আসন্ন টেস্ট সিরিজের জন্য এই ফরম্যাট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে। এর ২৪ ঘণ্টা পরই সাক্ষাৎকারে জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটার বলেন, বিশ্রাম নয়, তাকে বাদ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন