kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

জাতীয় ক্রিকেট লিগ

প্রথম দিনে তিন সেঞ্চুরি

১ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ কড়া নাড়ছে দরজায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই মাঠে গড়াতে যাওয়া সেই সিরিজের আগে জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। তাঁর সঙ্গে প্রথম দিন সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের মাহমুদুল হাসান ও বরিশালের সোহাগ গাজী। অর্থাত্ তৃতীয় রাউন্ডে প্রথম দিনই সেঞ্চুরি হয়েছে তিনটি।

বিজ্ঞাপন

বিকেএসপির ৩ নম্বর মাঠে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪ উইকেটে ৩১৬ রানে প্রথম দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। মমিনুল হক খেলেন ১০৩ রানের ইনিংস। মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে ১১২ রান। তৃতীয় উইকেটে দুজন গড়েন ২০৮ রানের জুটি। আবু হায়দার রনির শিকার ২ উইকেট।

 

দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটে ৩৬০ রানে প্রথম দিন শেষ করেছে বরিশাল। সোহাগ গাজী খেলেন ৯৫ বলে ১১৩ রানের ঝোড়ো ইনিংস। মোহাম্মদ আশরাফুল আউট হয়েছেন ৫০ রানে। ৫৬ রান নিয়ে আজ দ্বিতীয় দিন নামবেন শামসুল ইসলাম।

প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে ১১৩ রানে অল আউট সিলেট বিভাগ। রবিউল হক ৪, সোহরাওয়ার্দী শুভ ৩ ও মুকিদুল ইসলাম নেন ৩ উইকেট। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৮২ রানে দিন শেষ করেছে রংপুর বিভাগ।

প্রথম স্তরের অন্য ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ৬ উইকেটে ২৩১ রানে প্রথম দিন শেষ করেছে খুলনা বিভাগ।সাতদিনের সেরা