kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

প্রতিবাদের প্রতিবাদে খেলেননি ডি কক

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রতিবাদের প্রতিবাদে খেলেননি ডি কক

বর্ণবাদের বিষবাষ্প ভালোভাবে ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকায় সেটা আরো বেশি। দল গঠনে সেখানে থাকে ‘সাদা-কালো’র কোটা। তবে বর্ণবাদের প্রতিবাদে ম্যাচের আগে হাঁটু মুড়িয়ে বসাটা পছন্দ নয় অনেক ক্রিকেটারের। তাঁদেরই অন্যতম দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে প্রোটিয়ারা হাঁটু মুড়িয়ে প্রতিবাদ জানালে তাতে শামিল হননি ডি কক। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে দক্ষিণ আফ্রিকান বোর্ড থেকে বিবৃতি পাঠানো হয়, হাঁটু মুড়িয়ে প্রতিবাদ জানাতে হবে সবাইকে। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে পাওয়া এমন নির্দেশনা হয়তো মানতে পারেননি ডি কক। একাদশ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।

স্টার স্পোর্টসে অস্ট্রেলিয়ান সাবেক তারকা শেন ওয়াটসন তখন বলছিলেন, ‘চমকে দেওয়া খবর, অবিশ্বাস্য। দলের ভেতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সেরা তারকা ডি কক। ওর হঠাৎ করে নাম প্রত্যাহার করে নেওয়াটা রহস্যজনক।’ টসের সময় অধিনায়ক তেম্বা বাভুমা অবশ্য বিতর্কে জড়াননি কোনো, ‘কুইন্টন খেলছে না, একাদশে এসেছে রেজা। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছে ও।’ ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা জানান, ‘ওর না থাকাটা বাড়তি সুবিধা ওয়েস্ট ইন্ডিজের জন্য।’ তবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড কড়া বিবৃতিই দিয়েছে এ নিয়ে, ‘বোর্ড ব্যক্তিগত এই সিদ্ধান্ত আমলে নিয়েছে। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ স্টার স্পোর্টসসাতদিনের সেরা