kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

প্রিভিউ

নড়বড়ে স্কটিশদের সামনে নামিবিয়া

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়বড়ে স্কটিশদের সামনে নামিবিয়া

১৩০ রানে হারের বোঝা পিঠে নিয়ে আজ নামছে স্কটল্যান্ড। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডকে হারিয়ে ‘সুপার টুয়েলভ’-এ আসা নামিবিয়াকে নিয়েও স্বস্তিতে থাকার কথা নয় তাদের। তা ছাড়া নামিবিয়া বিশ্বকাপে নবাগত হলেও স্কটিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দলটি বরাবরই সফল। এ পর্যন্ত যে দুইবার দেখা হয়েছে, দুইবারই জিতেছে নামিবিয়া।

দক্ষিণ আফ্রিকা ছেড়ে এখন নামিবিয়া জাতীয় দলে খেলা ডেভিড ওয়াইজ এই ম্যাচেও মুখিয়ে থাকবেন পার্থক্য গড়ে দিতে। স্কটিশদের সেখানে নিজেদের ফিরে পাওয়ার লড়াই। আফগানদের বিপক্ষে ব্যাটে-বলে বিধ্বস্ত হয়েছে তারা। ব্যাটিংয়ে জর্জ মানসি ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। বোলিংয়ে গড়ে ১০-এর বেশি করে রান দিয়েছেন চারজন বোলার। একমাত্র মার্ক ওয়াটকে দেখেশুনে খেলতে হয়েছে আফগানদের। আজ ঘুরে দাঁড়িয়ে নামিবিয়ার এ বিশ্বকাপের স্বপ্নযাত্রায় তারা বাধা হতে পারবে? ক্রিকইনফোসাতদিনের সেরা