kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

কথার খেলা

২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকথার খেলা

আসলে দায় দেওয়ার কিছু নেই। আমরা যত রানই করি না কেন, ছোটখাটো কিছু ভুল থাকেই। আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে, সেটি হলো লিটনের দুটি ক্যাচ।

বাংলাদেশের ব্যাটার

মুশফিকুর রহিম

 

আশা করছি খারাপ দিনটা ভুলে ঘুরে দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপ কন্ডিশনের জন্য ফেভারিট ভারত। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকেও বিবেচনায় রাখতে হবে। জমজমাট এক বিশ্বকাপের অপেক্ষায় আমি।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি

ব্রায়ান লারা

 

সবাই জানে আফগানিস্তানে কী ঘটছে। তবে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বিশ্বকাপের জন্য আমরা সবাই তৈরি। আমাদের প্রস্তুতিটা খুব ভালো। সমর্থকরাও অপেক্ষায়। ক্রিকেটই শুধু হাসি ফেরাতে পারে আফগানিস্তানে। 

আফগানিস্তান অধিনায়ক

মোহাম্মদ নবী

 

৫৫ রানের ব্যাপারটা দ্রুত ভুলে এগিয়ে যেতে হবে। ম্যাচটার জন্য পরিকল্পনা থাকলেও কাজে লাগাতে পারিনি।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

কিয়েরন পোলার্ড

 

সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচ আমাদের জন্য পাঁচটি সুযোগ। স্কটল্যান্ড অবশ্যই টেস্ট মর্যাদা পাওয়ার দাবিদার। দেখা যাক এই ফরম্যাটের কোনো ম্যাচ আমাদের প্রজন্ম খেলে যেতে পারে কি না।

স্কটল্যান্ড ক্রিকেটার

ক্যালাম ম্যাকলয়েড

 

শামসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ বোলার, এটা কোনো দুর্ঘটনা নয়। মাঝখানের ওভারগুলোতে বিপক্ষের ওপর দাপট দেখায় শামসি। আশা করছি ছন্দটা ধরে রাখবে পুরো টুর্নামেন্টে।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক

টেম্বা বাভুমাসাতদিনের সেরা