kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

ভাগ্যবদলের আশায় পাকিস্তান

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভাগ্যবদলের আশায় পাকিস্তান

এবার কি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গেরো খুলবে পাকিস্তানের? সাবেক পাকিস্তান তারকা মুদাসসর নজর তেমন সম্ভাবনাই দেখছেন। ফর্মের তুঙ্গে থাকা বাবর আজমও আশাবাদী। কিন্তু বিশ্বকাপের ম্যাচে কী যেন হয় পাকিস্তানের, ভারতকে হারাতেই ভুলে গেছে। ওয়ানডে কিংবা টি-টেয়েন্টি—যেকোনো ফরম্যাটের বিশ্ব আসরে ভারতের সামনে নেতিয়ে পড়ে পাকিস্তান। শক্তিশালী দল নিয়েও তারা পারেনি ন্যূনতম একটি ম্যাচ জিততে। দুই সংস্করণ মিলিয়ে ১২টিতেই হেরেছে, এর মধ্যে টি-টোয়েন্টিতে পাঁচবার।

সাবেক পাকিস্তানি অলরাউন্ডার মুদাসসর নজর অবশ্য বর্তমান দলটির মধ্যে সম্ভাবনা দেখছেন, ‘এক সপ্তাহ আগে দল নিয়ে দুশ্চিন্তা থাকলেও কিছু পরিবর্তনের পর তার চেহারা এখন ভালো। এটি এখন ভারসাম্যপূর্ণ দল।’ ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সামর্থ্যেও কোনো ঘাটতি দেখছেন না তিনি, ‘পাকিস্তানের ভালো সুযোগ আছে। কারণ এই দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছে। ভারত ফেভারিট হিসেবে শুরু করবে। তবে টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যে কেউ ম্যাচ জিততে পারে।’

পাকিস্তান এখন চমৎকার ক্রিকেট খেলছেও। টানা ১০ জয় নিয়ে তারা আরব আমিরাতে শুরু করবে সুপার টুয়েলভের লড়াই। আগামীকাল প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারতের। এ বছর টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করা বাবর আজম বাড়তি কোনো চাপ নিতে চান না, ‘আরব আমিরাতে অনেক ক্রিকেট খেলেছি আমরা। এখানে কিভাবে খেলতে হয় সেটাও জানি। সব বিভাগে স্বাভাবিক খেলাটা খেলতে হবে আমাদের।’

ক্রিকেটে পাক-ভারত লড়াই মানে মাঠের খেলার সঙ্গে রাজনীতি ও দুই দেশের বৈরিতা মিলিয়ে এক বারুদে ঠাসা ম্যাচ। তাই কাল দুবাইয়ে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকিট শেষ হয়ে যায় কয়েক ঘণ্টার মধ্যে। দর্শক-সমর্থকদের এই উত্তাপে ঘি ঢালতে চান না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ‘সমর্থকদের দৃষ্টিকোণ থেকে দেখলে পরিবেশটা ভিন্ন। তবে খেলোয়াড়দের জায়গা থেকে এটা বলতে পারি, আমরা সবাই পেশাদার।’

২০০৭ টি-২০ বিশ্বকাপজয়ী দলের তারকা যুবরাজ সিং ভারতকে এগিয়ে রাখতে চান, ‘আমার মনে হচ্ছে, ভারতের ভালো করার সুযোগ আছে। দ্বিতীয় ইনিংসে আমিরাতের উইকেট মন্থর হয়ে আসে, যেখানে স্পিনাররা খুব কার্যকর হতে পারে। সব মিলিয়ে এই দলে ভারসাম্য আছে।’ পিটিআইসাতদিনের সেরা