kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

চেলসির সাবেক কোচ ঢাকায়

২২ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : জোসে মরিনহোর পর তাঁর চেলসির দায়িত্ব নেওয়ায় সমর্থকদের বিরোধিতা ছিল। কিন্তু আভ্রাম গ্রান্ট বাজিটা জিতেছিলেন। ব্লুদের তুলে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ভাগ্য সহায় হলে ম্যানইউর বিপক্ষে ২০০৮-এর সেই ফাইনালটা জিততেও পারত চেলসি।

বিজ্ঞাপন

কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনেও তাঁকে সেই ফাইনালের স্মৃতি আওড়াতে হলো, ‘আমরাই ভালো খেলেছিলাম সেদিন, শিরোপাও জেতা উচিত ছিল। ’ হুট করে সাবেক চেলসি কোচের ঢাকা সফর বাংলাদেশের ফুটবল উন্নয়নে অংশ হতে। বিদেশি একটি সংস্থার হয়ে দুই দিনের সফরে বাংলাদেশের ফুটবল নিয়ে যতটুকু সম্ভব ধারণা নেবেন তিনি। এরপরই বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার ‘রোডম্যাপ’ তৈরি করবেন গ্রান্ট।সাতদিনের সেরা