kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

কথার খেলা

২২ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকথার খেলা

কোন গ্রুপে পড়ব, কাদের সঙ্গে খেলব—এসব ভাবছি না। যে গ্রুপেই পড়ি, আমি কোনো সমস্যা দেখছি না।’

বাংলাদেশ অধিনায়ক

মাহমুদ উল্লাহ

 

আমরা যখন খেলতাম তখন ভারতকে হারানোর রেকর্ড ছিল বেশি। বর্তমান এই দলটার সামর্থ্য আছে ভারতকে হারানোর। বিশ্বকাপের প্রথম ম্যাচটা ওদের বিপক্ষে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করুক পাকিস্তান।

পাকিস্তানের সাবেক তারকা

মুদাসসর নজর

 

বিশাল ব্যাপার। বিশ্বকাপের মতো মঞ্চে পারফরম করার তুলনা হয় না।

নামিবিয়া ক্রিকেটার

ডেভিড ওয়াইজ

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সামনে এখনো একটা দারুণ সুযোগ আছে এবং আমরা এখনো টুর্নামেন্টে টিকে। সেই শেষ সুযোগটা কাজে লাগাতে আমরা মরিয়া কোনো সন্দেহ নেই।

আয়ারল্যান্ড কোচ

গ্রাহাম ফোর্ড

 

ভারত দুর্দান্ত একটি দল। সব পজিশনে সেরা সব ক্রিকেটার আছে ওদের। ম্যাচ জেতানো ক্রিকেটার বেশ কয়েকজন। আমার মনে হয়, এবারের বিশ্বকাপের ফেভারিট ভারত।

অস্ট্রেলিয়া ক্রিকেটার

স্টিভ স্মিথ

 

উইকেট যাওয়ার সময় খানিকটা চাপে ছিলাম। শুরুর কয়েকটা বল দেখেশুনে খেলে এরপর করি আগ্রাসী ব্যাটিং।

শ্রীলঙ্কা অলরাউন্ডার

ওয়ানিন্দু হাসারাঙ্গাসাতদিনের সেরা