kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

ধোনির রাজকীয় ফেরা

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেধোনির রাজকীয় ফেরা

চেন্নাই সুপার কিংসকে বলা হচ্ছিল ‘বুড়োদের দল’। সেই কিংসের সত্যিকারের ‘রাজা’ মহেন্দ্র সিং ধোনি। প্রখর নেতৃত্বগুণে বুড়ো ফাফ দু প্লেসি, ডোয়াইন ব্রাভোদের নিয়েই বাজিমাত করেছেন তিনি। চেন্নাইকে চতুর্থবার আইপিএল জিতিয়ে যোগ দিলেন ভারতীয় দলে। এবার আর অধিনায়ক নয় মেন্টরের ভূমিকায়। ভারতীয় ক্রিকেট বোর্ড টুইটারে ছবি পোস্ট করেছে তাঁর, যেখানে নেট সেশনে অংশ নিয়েছেন প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ আর ফিল্ডিং কোচ শ্রীধরের সঙ্গে। সেই ছবির ক্যাপশনে ধোনিকে ‘সম্রাট’ উল্লেখ করে বিসিসিআই লিখেছে, ‘উষ্ণ অভ্যর্থনা জানাই সম্রাটকে। আবারও ভারতীয় দলে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার তিনি নতুন ভূমিকায়।’

বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডেরা উচ্ছ্বসিত ধোনিকে আবারও জাতীয় দলে পেয়ে। চোটের জন্য বোলিং করা নিয়ে অনিশ্চয়তা থাকায় হার্দিক পাণ্ডেকে একাদশে না রাখার পরামর্শ অনেকের। তবে ধোনি মেন্টর হয়ে দলে যোগ দেওয়ায় ভরসা পাচ্ছেন এই অলরাউন্ডার। ভারতের সফলতম এই অধিনায়ককে তিনি সম্বোধন করলেন বড় ভাই বলে, ‘ধোনিই একমাত্র ব্যক্তি যিনি আমাকে ভালোভাবে জানতেন একেবারে প্রথম দিন থেকে। আমার কী পছন্দ, কোনটা ভালো লাগে না, সব। যখন খারাপ সময় গেছে তখন কাঁধে হাতটাও সবার আগে রেখেছিলেন তিনি। ধোনিকে আমি কখনো কিংবদন্তির চোখে দেখিনি, সব সময় ভেবেছি তিনি আমার বড় ভাই।’ পিটিআইসাতদিনের সেরা