kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

শেখ রাসেল গ্র্যান্ডমাস্টার দাবা

১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : টানা গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টের আয়োজন করছে ফেডারেশন। শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবার পর বছরব্যাপী একাধিক জিএম টুর্নামেন্টের দ্বিতীয়টি এই মুহূর্তে চলছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকেই শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ আসরে ১৮ দেশের ৩২ জন গ্র্যান্ডমাস্টার ও একজন নারী গ্র্যান্ডমাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও চারজন নারী আন্তর্জাতিক মাস্টারসহ শতাধিক দাবাড়ু অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের মোট প্রাইজ মানি থাকছে ৫৫ হাজার মার্কিন ডলার। প্রাইজ মানির দিক দিয়ে অন্তত এটি এ পর্যন্ত বাংলাদেশে দাবার সবচেয়ে বড় আসর। এদিকে বছরব্যাপী গ্র্যান্ডমাস্টার দাবার দ্বিতীয় টুর্নামেন্টটি শেষ হচ্ছে আজই।সাতদিনের সেরা