kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

ভয়ডরহীন আফগান

১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভয়ডরহীন আফগান

টি-টোয়েন্টিতে আফগানিস্তান বরাবরই সমীহ জাগানো দল। দেশে রাজনৈতিক পটপরিবর্তন এই বিশ্বকাপে তাদের খেলায় কতটা প্রভাব ফেলে সেটিই দেখা। অধিনায়ক মোহাম্মদ নবী অবশ্য বলেছেন একই রকম ভয়হীন ক্রিকেটই খেলবেন তাঁরা এই আসরে, ‘আক্রমণাত্মক খেলাটাই আমাদের ধরন। সেটা ব্যাটিংয়ে যেমন, তেমনি বোলিংয়েও। আর এভাবেই আমরা সব সময় খেলতে চাই।’

তালেবান সরকার গঠনের পর বহির্বিশ্বের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে যায়। বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের প্রস্তুতি নেওয়াটা তাই সহজ ছিল না। আরব আমিরাতের ভিসা পেতে দেরি হওয়ায় কাতারে অনুশীলন করে পুরো দল। আইপিএলের কারণে নবী ও রশিদ খান অবশ্য আবুধাবিতেই ছিলেন। টুর্নামেন্টের আগে আগে রশিদ খানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোটাও দলের জন্য নেতিবাচক ছিল। সেসব ভুলেই এ আসরে পারফরম করতে হবে আফগানদের। এএফপিসাতদিনের সেরা