kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

স্বপ্নের পরিধি বেড়েছে ওমানের

প্রিভিউ

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেস্বপ্নের পরিধি বেড়েছে ওমানের

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের আঙিনায় প্রথম পা রাখা ২০১৬ সালে। দারুণ জয়ে শুরুটা রাঙিয়েছিল ওমান। আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারানো সেই দলের জিশান মাকসুদ, খাওয়ার আলী, জ্যোতিন্দর সিং, আদনান ইলিয়াসরা অভিজ্ঞ হয়েছেন আরো। এবার তাই বেড়েছে স্বপ্নের পরিধি। স্বাগতিক ওমানের চোখ সুপার টুয়েলভে। সেই অভিযানে আজ প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। এবারই প্রথম বিশ্বকাপ খেলছে এই দ্বীপদেশ। অতিথি হতে আসেনি তারাও। আসিফ ভালার নেতৃত্বে একঝাঁক স্বপ্নবাজ স্মরণীয় করতে চান বিশ্বকাপের উদ্বোধনী দিনটি।

আইসিসি র‌্যাংকিংয়ে পাপুয়া নিউ গিনি ১৫ আর ওমানের অবস্থান ১৬-তে। এর পরও স্বাগতিক হওয়ায় নিজেদের চেনা কন্ডিশনে ফেভারিট ওমান। টি-টোয়েন্টিতে পাপুয়া নিউ গিনির সঙ্গে আজ প্রথম মুখোমুখি হচ্ছে তারা। ওয়ানডেতে অবশ্য চারবারের দেখায় সব ম্যাচ জিতেছে ওমান। অতীত ভুলে ওমান অধিনায়ক জিশান মাকসুদ শুধু ভাবছেন প্রথম ম্যাচটি নিয়ে, ‘আমরা কাকতালীয়ভাবে স্বাগতিক হয়েছি। নিজেদের দেশে বিশ্বকাপ খেলা গর্বের। উদ্বোধনী ম্যাচটি জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। গতবার প্রথম ম্যাচটি জিতেছিলাম। এবার সুপার টুয়েলভে খেলতে চাই আমরা।’ পাপুয়া নিউ গিনিও চোয়ালবদ্ধ হয়ে খেলতে এসেছে বিশ্বকাপে। দলটির অধিনায়ক আসিফ ভালার প্রত্যাশা, ‘এবারই শেষ নয়। আমরা বিশ্বকাপে নিয়মিত খেলতে চাই।’ বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি না হলেও ওমান-পাপুয়া নিউ গিনির ম্যাচটি উপভোগ্য হতেই পারে। আইসিসিসাতদিনের সেরা