kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

‘ধনী’ নিউক্যাসলের নতুন শুরু

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘ধনী’ নিউক্যাসলের নতুন শুরু

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তারা ১৯ নম্বরে। প্রথম সাত ম্যাচে জয় নেই একটিও। সেই নিউক্যাসলকে নিয়েই চলছে উন্মাদনা। সপ্তাহখানেক আগে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ৩০৫ মিলিয়ন পাউন্ডে কিনেছে নিউক্যাসল।

বিজ্ঞাপন

ক্লাব ফুটবল মালিকদের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি এই কম্পানির হওয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ তারা। পটবদলের পর আগামীকাল প্রথম মাঠে নামছে নিউক্যাসল। ঘরের মাঠে প্রতিপক্ষ হ্যারি কেইনদের টটেনহাম। সমর্থকদের তাই বাস্তববাদী হতে বললেন দলটির ইংলিশ মিডফিল্ডার জনজো সেলভি, ‘পুরো ব্যাপারটা অবিশ্বাস্য। সমর্থকদের চাওয়া আকাশ ছুঁয়েছে। তাঁরা ভাবছেন এমবাপ্পে, মেসিরা আসতে চলেছেন নিউক্যাসলে! সবাই বাস্তববাদী হন। জানুয়ারির আগে নতুন খেলোয়াড় কেনা সম্ভব নয়। ’

নিউক্যাসল মর্যাদার কোনো শিরোপা সর্বশেষ জিতেছে ১৯৬৯ সালে। প্রিমিয়ার যুগে অ্যালান শিয়েরারের মতো তারকা খেললেও সাদামাটা দলই তারা। তবে ক্লাবের মালিকানা বদল হওয়ায় আশার পালে নতুন হাওয়া দেখছেন ক্লাবের সাবেক তারকা ক্রিস ওয়াডল। পাওয়া যেতে পারে সম্ভাব্য এমন খেলোয়াড়দের একটা তালিকা দিলেন তিনি, ‘পগবার চুক্তি শেষ হচ্ছে। বেশি বেতন দিলে পগবার না আসার কারণ নেই। রিয়ালের হ্যাজার্ড, আসেনসিও ছাড়াও অন্য ক্লাবের ফেদেরিকো কিয়েসা, মুসা দিয়াবি, অ্যান্থনি মার্সিয়ালদের এনে পাঁচ বছরে দারুণ একটা দল গড়া সম্ভব। ’

আন্তর্জাতিক বিরতি শেষে আজ ফিরছে প্রিমিয়ার লিগ, সিরি ‘এ’, লিগ ওয়ান ও লা লিগা। ইংল্যান্ডে প্রথম দিনই ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি লিস্টারের, ম্যানসিটি খেলবে বার্নলির সঙ্গে আর লিভারপুলের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানইউতে দ্বিতীয় অধ্যায় শুরুর পর থেকেই ছন্দে। ছয় ম্যাচে করেছেন ৫ গোল। বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ খেলা লুক্সেমবার্গের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। ইএসপিএনসাতদিনের সেরা