kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

শেখ রাসেল ব্যাডমিন্টন

১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ‘শেখ রাসেল অনূর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১’-এর উদ্বোধন হয়েছে গতকাল। ২৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন চার দিনব্যাপী এই টুর্নামেন্টে। বালক এককে ১৪৬ জন, বালিকা এককে ২৫ জন, বালক দ্বৈতে ৭৫ জন আর বালিকাদের দ্বৈতে অংশ নিচ্ছেন ১৫ খেলোয়াড়। শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আব্দুল মালেক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদ উল্যা ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। শিল্পমন্ত্রী টুর্নামেন্টের সফলতা কামনা করে বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবসমাজে শেখ রাসেল ও বঙ্গবন্ধুকে নিয়ে জানার আগ্রহ তৈরি হবে।’সাতদিনের সেরা