kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

বিশ্বকাপ কর্নার

থাকছেন উইলিয়ামসন

১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচে খেলেননি কেন উইলিয়ামসন। হ্যামস্ট্রিং ইনজুরিতে অনিশ্চিত হয়ে পড়েছিল বিশ্বকাপে তাঁর শুরু থেকে খেলাও। তবে গতকাল আশ্বস্ত করলেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। শুরু থেকেই তাঁকে পাওয়ার আশায় স্টিড, ‘কেন ভালো আছে। হ্যামস্ট্রিংয়ে খুবই সামান্য ব্যথা পেয়েছিল। এখন ও ভালো আছে, কোনো সমস্যাও নেই। হায়দরাবাদ শেষ ম্যাচ জিতলেও প্লে-অফে জায়গা পেত না। এই জন্যই হয়তো ওরা খেলায়নি কেনকে।’ পাকিস্তানের বিপক্ষে ২৬ অক্টোবর ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে নিউজিল্যান্ডের। এর আগে তারা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচগুলো না খেললেও ২৬ অক্টোবর মাঠে নামা নিয়ে শঙ্কা নেই উইলিয়ামসনের। আইসিসিসাতদিনের সেরা