kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

মালদিনির তৃতীয় প্রজন্ম

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেমালদিনির তৃতীয় প্রজন্ম

গ্যালারিতে ছিলেন পাওলো মালদিনি। ছেলে দানিয়েল গোল করতেই ফেটে পড়েন উচ্ছ্বাসে। ২০১৬ সালে পৃথিবীর ওপারে চলে না গেলে দাদা সেজার মালদিনিও হয়তো নাতির কীর্তি দেখতেন গ্যালারিতে বসে। দাদা, বাবার পর এসি মিলানে মালদিনি পরিবারের পতাকা ওড়াতে চলে এসেছেন ১৯ বছরের দানিয়েল। পরশু সিরি ‘এ’তে স্পেজিয়ার বিপক্ষে একাদশে সুযোগ পান প্রথমবার। ৪৮ মিনিটে পিয়েরে কালুলুর ক্রসে লাফিয়ে উঠে হেডে করেন স্মরণীয় সেই গোল। ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে সিরি ‘এ’র শীর্ষে পৌঁছে গেছে মিলান। এই জয় ছাপিয়ে বেশি মাতামাতি দানিয়েলকে নিয়ে। ১৯ বছরের এই তরুণও ভেসে যান আবেগে, ‘শুক্রবারে কোচ জানান, একাদশে থাকছি আমি। তখন থেকে রোমাঞ্চ অনুভব করছিলাম। সতীর্থরা সাহায্য করেছে শান্ত থাকতে। কোচও অনেক উপদেশ দিয়েছেন। গ্যালারিতে বাবাকে উৎসব করতে দেখেছি। তাঁর উচ্ছ্বাসটাই বেশি ছিল হয়তো।’

১৯৫৪ থেকে ১৯৬৬ পর্যন্ত মিলানের রক্ষণের স্তম্ভ হয়ে ছিলেন সেজার মালদিনি। সিরি ‘এ’ জিতেছেন চারটি আর ইউরোপিয়ান কাপ একবার। ছিলেন এসি মিলান ও ইতালি জাতীয় দলের অধিনায়ক ও কোচ। মিলানের হয়ে তাঁর সর্বশেষ গোল ৬০ বছর ২২ দিন আগে, ১৯৬১ সালে। কীর্তিতে বাবাকেও ছাড়িয়ে পাওলো মালদিনি। ১৯৮৪ থেকে ২০০৯ পর্যন্ত পুরো ক্যারিয়ার কাটিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাবটিতে। সিরি ‘এ’ সাতবার আর চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচবার। বাবার মতো কোচিংয়ে না এলেও মিলানের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো। মিলানের হয়ে তাঁর সর্বশেষ গোল ১৩ বছর ১৭৯ দিন আগে, ২০০৮ সালে।

এই দুই কিংবদন্তির মতো দানিয়েলও শুরুতে ছিলেন ডিফেন্ডার। পজিশন বদলে এখন খেলেন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে। মিলানের হয়ে বদলি হিসেবে দানিয়েলের অভিষেক হয় গত বছর। গত ১৫ সেপ্টেম্বর লিভারপুলের বিপক্ষে বদলি হিসেবে হয়েছে চ্যাম্পিয়নস লিগ অভিষেক। তবে সেরা একাদশে পরশুই সুযোগ পেয়েছেন প্রথমবার। এখন শুধু সামনে এগিয়ে যেতে চান দানিয়েল, ‘মাঠে জায়গা বের করা, দ্রুতগতিতে দৌড়ানো আর সতীর্থদের জন্য সুযোগ তৈরি খুবই কঠিন। সৌভাগ্যক্রমে বিরতির পর কিছুটা জায়গা তৈরি হয়, গোলও পাই আমি, যা এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করবে আমাকে।’ মিলান কোচ স্তেফানো পিওলি উজ্জ্বল ভবিষ্যৎই দেখছেন দানিয়েলের, ‘ও প্রতিভাবান, টেকনিক্যাল ব্যাপারগুলো ভালো বোঝে। শান্ত থেকে সেরাটা খেলার সামর্থ্য রাখে। অনেক কিছু দেওয়ার আছে দানিয়েলের।’ এএফপিসাতদিনের সেরা