kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

মাঠের বাইরে মেসি

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমাঠের বাইরে মেসি

আবারও সেই অচেনা, বিবশ বার্সেলোনা। সাদামাটা দল গ্রানাদার বিপক্ষে ম্যাচ শেষে খেলোয়াড়রা যেন বেঁচেছেন হাঁপ ছেড়ে। ন্যু ক্যাম্পে ৮৫ সেকেন্ডেই গোল গ্রানাদার দুয়ার্তের। ৭৭ শতাংশ বলের দখল নিয়ে খেলে বার্সা সেই গোল শোধ করতে পারছিল না কোনোভাবে। ৯০তম মিনিটে রোনাল্ড আরাউহোর হেডে স্বস্তি অবশেষে। ১-১ গোলের ড্রতে মাঠ ছাড়লেও নড়বড়ে কোচ রোনাল্ড কোম্যানের চেয়ার। বার্সার চিরচেনা তিকি-তাকা বদলে দিয়ে ডাচ এই কোচ খেলিয়েছেন প্রিমিয়ার লিগের আদলে ডাইরেক্ট ফুটবল। কাতালানরা ক্রসই করেছে ৫৪টি! খেলার এই ধরন বদলানোটা আরো ক্ষুব্ধ করে তুলেছে সমর্থকদের। তবে নিজের অসহায়ত্ব মেনে নিলেন কোম্যান, ‘আমাদের খেলোয়াড়দের তালিকাটা দেখুন দয়া করে। কী করব, এই দল নিয়ে তিকি-তাকা খেলব? প্রতিপক্ষ জায়গা দেয়নি, আমরাও গতি দিয়ে জায়গা বের করতে পারিনি। তাহলে তিকি-তাকা খেলব কিভাবে? এটা আট বছর আগের বার্সেলোনা নয়।’

এদিকে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানো মেসি অসন্তুষ্টি জানিয়েছিলেন লিঁওর বিপক্ষে ৭৬ মিনিটে কোচ তুলে নেওয়ায়। তবে গতকাল পিএসজি বিবৃতি দিয়েই জানাল তাঁর চোটের কথা, ‘লিঁওর বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। মঙ্গলবার করা হয়েছে এমআরআই, তাতে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। সর্বশেষ অবস্থা জানতে আগামী ৪৮ ঘণ্টায় পরীক্ষা করা হবে আবারও। বুধবার খেলছেন না তিনি।’

এ ছাড়া সিরি ‘এ’তে টানা চতুর্থ জয়ে শীর্ষে নাপোলি। পরশু তারা ৪-০ গোলে বিধ্বস্ত করে উদিনেসকে। এএফপিসাতদিনের সেরা