kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়বেন কোহলি

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়বেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্বে পূর্ণ মনোযোগ দিতে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। তবে সেটি এবারের বিশ্বকাপের পর। অর্থাৎ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই। এর পর থেকে শুধু ওয়ানডে ও টেস্ট অধিনায়ক থাকবেন এই তারকা ক্রিকেটার।

কোহলির টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন কিছুদিন ধরেই চলছিল। কাল এক টুইটার বার্তায় লিখেছেন, ‘৮-৯ বছর ধরে তিন ফরম্যাটের ক্রিকেটে আমি নিয়মিত খেলছি। অধিনায়কত্ব করছি পাঁচ-ছয় বছর ধরে। অবশ্যই এর জন্য অনেক চাপ নিতে হচ্ছে আমাকে। তাতে মনে হয়েছে, টেস্ট ও ওয়ানডেতে পুরো মনোযোগটা রাখতে পারছি না। সে জন্যই দুবাইয়ে এবারের বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে আর অধিনায়ক থাকছি না আমি।’ অবশ্য জানিয়েছেন দলের একজন হিসেবে আগের মতোই শতভাগ ঢেলে দেবেন তিনি এই ফরম্যাটেও। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, কোচ রবি শাস্ত্রী, সতীর্থ রোহিত শর্মাসহ ঘনিষ্ঠদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কোহলি। টিওআইসাতদিনের সেরা