kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

পুরনো ময়দানে মেসির নতুন মিশন

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুরনো ময়দানে মেসির নতুন মিশন

পিএসজিতে কাটালেন এক মাসের বেশি। তবে মাঠে ছিলেন মাত্র ২৪ মিনিট। রেইমসের বিপক্ষে বদলি হয়ে নেমে দেখা মিলেছে সাদামাটা লিওনেল মেসির। সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়ের নতুন অভিযান শুরু হচ্ছে আজ। চ্যাম্পিয়নস লিগ জিততেই তাঁকে দলে ভিড়িয়েছে পিএসজি। সেই অভিযানে আজ প্রথম প্রতিপক্ষ ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দেশ বেলজিয়াম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ। এই ম্যাচে অভিষেক হতে পারে মেসি, নেইমার, এমবাপ্পের বিখ্যাত সেই ত্রয়ী ‘এমএনএম’-এর। মৃত্যুকূপ খ্যাত গ্রুপ ‘এ’র অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিপজিগ। এ ছাড়া আজ চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে, লিভারপুলের প্রতিপক্ষ এসি মিলান আর নবাগত মলদোভার ক্লাব শেরিফ খেলবে শাখতারের সঙ্গে।

বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে মেসি হয়েছেন লাতিন অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা। বার্সার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা এই কিংবদন্তিই সেরা বাজি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর, ‘আমি ভাবতেই পারিনি মেসি আসবে পিএসজিতে। আশা করছি, দুজন মিলে পূরণ করতে পারব পিএসজির স্বপ্ন।’ দুই বছর আগে ব্রুজের বিপক্ষে সর্বশেষ দেখায় কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ৫-০ গোলে জিতেছিল পিএসজি। প্যারিসের ক্লাবটি ছাড়তে চাইলেও এমবাপ্পের সেই ছন্দ আজও চাইবেন পচেত্তিনো।

২০১৩ সালের পর সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান আবারও ফিরেছে চ্যাম্পিয়নস লিগে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ লিভারপুল। দুই দলের খেলা মানেই ২০০৫ সালের ‘মিরাকল অব ইস্তাম্বুল’ ফাইনাল আর ২০০৭ সালের ফাইনাল। জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে এবার মো সালাহ-সাদিও মানেদের বিপক্ষে অ্যানফিল্ডে জয়ের লক্ষ্যেই যাচ্ছে এসি মিলান। এএফপিসাতদিনের সেরা