kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

‘এ’ দলের হয়েও খেলবেন মুশফিক

১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘এ’ দলের হয়েও খেলবেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : প্রস্তুতির ব্যাপারে বরাবরই খুঁতখুঁতে মুশফিকুর রহিম এমনকি ঐচ্ছিক অনুশীলনও মিস করতে চান না। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে ম্যাচ খেলার সুযোগও হারাতে চাইছেন না। নিউজিল্যান্ড সিরিজে তেমন রান না পাওয়া এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান তাই চট্টগ্রামে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়েও খেলবেন দুটি এক দিনের ম্যাচ।

ম্যাচ দুটি হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর। তবে মুশফিকের মতো জাতীয় দলের আরো যাঁরা এই ম্যাচ খেলার সুযোগ নিতে চান, তাঁদের জন্য এগিয়ে আনা হয়েছে সূচিও। এখন তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি হবে ২৮ ও ৩০ সেপ্টেম্বর। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহরিয়ার নাফীস ম্যাচ এগিয়ে আনার ব্যাখ্যায় বললেন, ‘এমন নয় যে শুধু মুশফিকের জন্যই সূচি বদলানো হয়েছে। জাতীয় দল যেহেতু ৩ অক্টোবর ওমান চলে যাবে, তাই যাওয়ার আগে কেউ খেলতে চাইলে যেন খেলতে পারে, তাদের সুবিধার কথা ভেবেই ম্যাচ এগিয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত অবশ্য শুধু মুশফিকই খেলতে চায় বলে জানিয়েছে।’সাতদিনের সেরা