kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কেয়ার্নস

১১ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কেয়ার্নস

হৃদযন্ত্রের মহাধমনিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছিল গত সপ্তাহে। অস্ত্রোপচারও হয়েছে কয়েকটি। এর পরও সাড়া দিচ্ছেন না নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিস কেয়ার্নস। ক্যানবেরার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ২০০০ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হওয়া কেয়ার্নস। ৬২ টেস্ট ও ২১৫ ওয়ানডে খেলা কেয়ার্নসকে সিডনির বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।

একটা সময় ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়েছিল কেয়ার্নসের বিপক্ষে। জীবনটা তখন ‘নরকে’ পরিণত হয়েছিল বলে আক্ষেপ করেছিলেন। তবে ২০১৫ সালে ম্যাচ পাতানোর অভিযোগ থেকে মুক্তি পান তিনি। এর পর থেকে জীবনটা নতুন করে গড়ছিলেন কেয়ার্নস। পরিবারসহ বসবাস করছেন ক্যানবেরায়। প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছিলেন অনলাইন খেলাধুলার প্রতিষ্ঠান ‘স্মার্ট স্পোর্টত্জ’-এর। এএফপিসাতদিনের সেরা