kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

অলিম্পিক কর্নার

৪০০ মিটারে গার্ডিনার

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৪০০ মিটারে গার্ডিনার

রিওর সোনাজয়ী ওয়েড ভ্যান নিকার্ক সেমিফাইনালেই বাদ পড়ে গিয়েছিলেন। ৪০০ মিটারে অপেক্ষা ছিল তাই নতুন চ্যাম্পিয়ন দেখার। সেই মুকুট জিতলেন বাহামার স্টিভেন গার্ডিনার। ৪৩.৮৫ সেকেন্ড সময় নিয়ে এবারের অলিম্পিকে বাহামাকে প্রথম পদক এনে দিয়েছেন তিনি, আর সেটিই সোনা। গার্ডিনার ফেভারিটই ছিলেন এই ইভেন্টে, সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনাটাও যে জিতেছেন তিনি। ছেলেদের ১১০ মিটার হার্ডলসের সোনা জিতেছেন জ্যামাইকার হেনসেল পার্চমেন্ট। তবে অঘটন ঘটেছে ১০০ মিটার রিলের হিটে; ফাইনালে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের, যা দেখে কার্ল লুইস হতাশা লুকাতে পারেননি, ‘এটা খুবই বিব্রতকর আমাদের জন্য।’ তবে এদিন শটপুটে রায়ান ক্রাওজার ও মেয়েদের পোলভল্টে কেটি নাগেওটি সোনা এনে দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। মেয়েদের ফুটবলে ব্রোঞ্জ জিতেছে তারা। কার্লি লয়েড ও মেগান রাপিনোর জোড়া গোলে ৪-৩ ব্যবধানে হারিয়েছে তারা অস্ট্রেলিয়াকে। আগামীকাল সোনার লড়াইয়ে সুইডেনের মুখোমুখি হবে কানাডা। ছেলেদের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচ এদিন জাপান ও মেক্সিকোর মধ্যে। ছেলেদের বাস্কেটবলে ফেভারিট যুক্তরাষ্ট্র কাল ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়াকে ৯৭-৭৮ পয়েন্টে হারিয়ে। অন্য সেমিফাইনালে স্লোভেনিয়াকে ৯০-৮৯ পয়েন্টে হারিয়েছে ফ্রান্স। এএফপিসাতদিনের সেরা