kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

কিংসের এএফসি কাপের সূচি

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিংসের এএফসি কাপের সূচি

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১৮ আগস্ট মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের এএফসি কাপ। কালই আসরের সূচি চূড়ান্ত হয়েছে। তাতে কিংস দ্বিতীয় ম্যাচ খেলবে ২১ আগস্ট বেঙ্গালুরু এফসি ও ক্লাব ইগলসের প্লে-অফ বিজয়ীর সঙ্গে। গ্রুপের শেষ ম্যাচ কিংসের এটিকে মোহনবাগানের বিপক্ষে ২৪ আগস্ট।

সব ম্যাচই অনুষ্ঠিত হবে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে। এর আগে করোনা সংক্রমণের কারণে মালদ্বীপেই ডি গ্রুপের এই খেলা স্থগিত করা হয়। নতুন করে সূচি দেওয়া হলে কিংসও স্বাগতিক হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। সিলেটে খেলতে চেয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত আবার মালদ্বীপেই নিয়ে যাওয়া হয় আসর।

গ্রুপ পর্বের মূল লড়াই শুরুর আগে ১৫ আগস্ট হবে বেঙ্গালুরু ও ক্লাব ইগলসের প্লে-অফ ম্যাচটি। ১৮, ২১ ও ২৪ আগস্ট এই তিন ম্যাচ ডে-তে প্রতিদিনই হবে গ্রুপের দুটি করে ম্যাচ।সাতদিনের সেরা