kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

নিউজিল্যান্ডের জন্য একই সুরক্ষাব্যবস্থা নয়

ক্রীড়া প্রতিবেদক   

৫ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২৪ আগস্ট আসছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের ১৭ দিনের সফরও যথারীতি জৈব সুরক্ষা বলয়েই হবে। তবে অস্ট্রেলিয়ার তুলনায় নিউজিল্যান্ডের ক্ষেত্রে সুরক্ষা বলয় কিছুটা শিথিলই থাকবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

দুই দলের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থাপনার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসেছে চার্টার্ড ফ্লাইটে। আর বাণিজ্যিক ফ্লাইটে আসছে নিউজিল্যান্ড। অর্থাৎ অস্ট্রেলিয়ার মতো তারা অন্য মানুষের সংস্পর্শ এড়িয়ে আসছে না। দুই দলের জন্য তাই একই রকম সুরক্ষাব্যবস্থা হওয়ার কোনো কারণ নেই।’ টি-টোয়েন্টি সিরিজ শুরু ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি দুই দলের জন্য শেষ প্রস্তুতি সিরিজও।সাতদিনের সেরা