kalerkantho

বুধবার । ১৪ আশ্বিন ১৪২৮। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২১ সফর ১৪৪৩

ফিরে ব্রোঞ্জ বাইলসের

৪ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফিরে ব্রোঞ্জ বাইলসের

অবশেষে ফিরলেন সিমোন বাইলস। পারফরম করলেন শেষ ইভেন্ট বিমে। স্টেডিয়ামে আসতেই সতীর্থ আর প্রতিযোগীরা অভিনন্দন জানিয়েছিলেন করতালিতে। সেরা ছন্দে না থাকলেও ১৪.০০০ স্কোরে ব্রোঞ্জ জেতেন বাইলস। নতুন রেকর্ড হয়েছে তাতে। অলিম্পিক জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্রের শ্যানন মিলারের সমান যৌথ সর্বোচ্চ সাত পদক এখন তাঁর। বিবিসি