kalerkantho

বুধবার । ১৪ আশ্বিন ১৪২৮। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২১ সফর ১৪৪৩

অলিম্পিক কর্নার

সুপারম্যান

৪ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুপারম্যান

৪০০ মিটার হার্ডলসের বিশ্বরেকর্ড গড়ে কারস্টেন ওয়ারহোম

৪০০ মিটার হার্ডলসের বিশ্বরেকর্ড ছিল ৪৬.৭০ সেকেন্ড। ৪৬.১৭ সেকেন্ডে গতকাল সেটা ভাঙলেন যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন রাই। এর পরও সোনা জেতা হয়নি তাঁর! হবে কিভাবে, ‘সুপারম্যান’ কারস্টেন ওয়ারহোম আছেন যে? আগের বিশ্বরেকর্ডটা তাঁরই ছিল। গতকাল সেটা আরো একবার ভেঙে সোনা জিতলেন ৪৫.৯৪ সেকেন্ডে। ১০০ মিটারে উসাইন বোল্টের ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ডটা যেমন চোখ ছানাবড়া করা, ৪০০ মিটার হার্ডলসে নরওয়ের কারস্টেনের রেকর্ডটাও তা-ই। উদযাপনটা তিনি করেন সুপারম্যানের মতো নিজের শার্ট ছিঁড়ে! সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘টাইমিংটা বিশ্বাস হচ্ছে না আমারই। ভীষণ দ্রুতগতির রেস ছিল।’ বিবিসি