kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সিফানের শুরু

৩ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিফানের শুরু

টোকিওতে ১৫০০ মিটার, ৫০০০ মিটার আর ১০০০০ হাজার মিটার দৌড়ে অংশ নেবেন ইথিওপিয়ায় জন্ম নেওয়া ডাচ সিফান হাসান। গতকাল প্রথম চ্যালেঞ্জে ১০ হাজার মিটারে ১৪ মিনিট ৩৬.৭৯ সেকেন্ডে জিতেছেন সোনা। এই ইভেন্টের বিশ্বরেকর্ডও তাঁর। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম অ্যাথলেট হিসেবে ১৫০০ মিটার ও ১০০০০ মিটার জেতা সিফান এবার অলিম্পিকে গড়তে চান ‘ট্রিপল ট্রিপলের’ কীর্তি। এদিকে মেয়েদের ডিসকাস থ্রোতে পদকই পাননি দুইবারের সোনাজয়ী সান্দ্রা পেরকোভিচ। ১৯৯৬ সালের পর প্রথমবার এশিয়ার বাইরে গেল অলিম্পিক ব্যাডমিন্টন ছেলেদের এককের সোনা। ফাইনালে চীনের চেন লংকে হারিয়েছেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। এএফপিসাতদিনের সেরা