kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

অলিম্পিকে সেই বাংলাদেশই

ক্রীড়া প্রতিবেদক   

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅলিম্পিকে সেই বাংলাদেশই

এশিয়ান গেমসেই বাংলাদেশ এখন যায় ‘অভিজ্ঞতা অর্জন’ করতে। অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন সেখানে আলোকবর্ষ দূরের পথ। এবারও টোকিওতে ছয় অ্যাথলেটের লক্ষ্য ছিল নিজের সেরা নৈপুণ্য ছাড়িয়ে যাওয়ার।

তাতে সফল শুধু দুই সাঁতারু—আরিফুল ইসলাম ও জুনইনা আহমেদ। রোমান সানা ব্যক্তিগত রিকার্ভে দ্বিতীয় রাউন্ডে গেলেও নিজের সেরা স্কোর করতে পারেননি।

গতকাল শেষ প্রতিযোগী হিসেবে ৪০০ মিটার দৌড়ের হিটে নেমেছিলেন জহির রায়হান। অলিম্পিকে ২৯ বছর পর এই ইভেন্টে অংশ নিলেন বাংলাদেশের কোনো অ্যাথলেট। কিন্তু ৪৮.২৯ সেকেন্ডে দৌড়ে আটজনের হিটে অষ্টম হয়েছেন জহির। আর সব মিলিয়ে ৪৭ প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ৪৪তম। ২০১৯ সালে এই ইভেন্টে জহিরের সেরা টাইমিং ছিল ৪৭.৩৪ সেকেন্ড, আর একই বছর দেশের মাটিতে হ্যান্ডটাইমিংয়ে সেরা ৪৬.৮৬ সেকেন্ড।