kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

প্রথম হয়েও বাদ যুক্তরাষ্ট্র!

৩১ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছেলে ও মেয়েদের মিশ্র কয়েকটি ইভেন্ট প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে টোকিও অলিম্পিকে। এরই একটি ৪ গুণিতক ১০০ মিটার রিলে। ইভেন্টটিতে ফেভারিট ছিল যুক্তরাষ্ট্র। গতকাল হিটে প্রথমও হয় তারা। কিন্তু পরে জানা যায় যুক্তরাষ্ট্র ডিসকোয়ালিফায়েড! নিশ্চিত আরো একটি সোনা হাতছাড়া হলো তাই। অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট অ্যাথলেটিকস ট্র্যাকে গড়িয়েছে গতকাল। সোনার একটি ইভেন্টই ছিল ১০ হাজার মিটার দৌড়ে। বিশ্ব চ্যাম্পিয়ন উগান্ডার জশুয়া চেপতেগেই ছিলেন অন্যতম ফেভারিট। তাঁকে হতাশ করে ২৭ মিনিট ৪৩.২২ সেকেন্ডে সোনা জিতেছেন ইথিওপিয়ার সেলেমন বারেগা। ২৭ মিনিট ৪৩.৬৩ সেকেন্ডে রুপা জোশুয়া চেপেতিগির। ব্রোঞ্জ উগান্ডারই জ্যাকব কিপলিমোরের। এএফপি