kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

কোয়ারেন্টিন না করেই মাঠে গামিনি

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকোয়ারেন্টিন না করেই মাঠে গামিনি

ক্রীড়া প্রতিবেদক : দুপুরে নিজের দেশ শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরলেন তিনি। ফিরে বাসায় গেলেন না, বিমানবন্দর থেকে সরাসরি চলে এলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া দল ঢাকায় পা রাখার এক দিন আগে বিদেশফেরত কারো কোয়ারেন্টিন না করে এভাবে মাঠে ঢোকার অনুমতিই পাওয়ার কথা নয়। তবু মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম। ৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হয়ে থাকা উইকেট দেখতে যেতে দেওয়া হলো এই শ্রীলঙ্কানকে।

অস্ট্রেলিয়া দল আসার ১০ দিন আগে বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ে ঢোকা সম্ভব হয়নি বলে যেখানে এই সিরিজই খেলা হচ্ছে না মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের, সেখানে গামিনির ফিরেই অবলীলায় স্টেডিয়ামে ঢুকে পড়াটা অনেক প্রশ্নেরই জন্ম দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন অবশ্য বল ঠেলে দিলেন অন্যের কোর্টে, ‘এই অবস্থার মধ্যে তিনি মাঠে ঢুকতে পারেন কি পারেন না, সে প্রশ্নের জবাব দিতে পারবেন ডাক্তার দেবাশীষ। বায়ো বাবলের পুরো বিষয়টিই উনি দেখভাল করছেন।’

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী তাঁর ব্যাখ্যায় বললেন, ‘ওনার ক্ষেত্রে বিষয়টি ছিল নিজ চোখে উইকেট দেখে যাওয়ার। উনি নিজের গাড়িতে করে এসে উন্মুক্ত জায়গা দিয়েই উইকেটের কাছে গিয়েছিলেন। ওনার সংস্পর্শেও কেউ ছিলেন না। উইকেট দেখে উনি বাসায়ও চলে গেছেন। আর আসবেনও (অস্ট্রেলিয়া সিরিজের সময়) না। কারণ তিনি বাবলের অন্তর্ভুক্ত নন। উইকেট দেখে যেতে পেরেছেন বলে এখন থেকে নির্দেশনা যা দেওয়ার, তা ফোনে ফোনেই দিতে পারবেন।’সাতদিনের সেরা