kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

অলিম্পিক কর্নার

৬৩ হাজার মানুষের দেশের সোনা

২৮ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৬৩ হাজার মানুষের দেশের সোনা

বারমুডার জনসংখ্যা মাত্র ৬৩ হাজার। এত কম জনসংখ্যার দেশের কোনো অ্যাথলেট অলিম্পিকে সোনা জেতেননি কখনো। সেই ইতিহাসটা বদলালেন ফ্লোরা ডাফি। ৫৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মেয়েদের ট্রায়াথলনে এক ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে সোনা জিতলেন তিনি। ১৯৭৬ অলিম্পিকে বক্সিংয়ে বারমুডার হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ক্লারেন্স হিল। ছোট্ট এই দেশকে এত দিনে প্রথমবার সোনা জিতিয়ে উচ্ছ্বসিত ডাফি, ‘এটা আমার চতুর্থ অলিম্পিক। কখনো ভাবিনি সোনা জিততে পারব। আমি রোমাঞ্চিত, আমার দেশের মানুষও উপভোগ করছে ব্যাপারটা।’ ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন ডাফি। এবার অলিম্পিকে বারমুডাকে সোনা এনে দিয়ে গড়লেন নতুন ইতিহাস। বিবিসিসাতদিনের সেরা