kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

অলিম্পিক কর্নার

ইসরায়েল বয়কট

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজুডো নিয়ে অস্বস্তিতে আয়োজকরা। ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণির দ্বিতীয় রাউন্ডে ইসরায়েলের তোহাল বাটবালের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় প্রথম রাউন্ডেই খেলেননি ফেথি নুরিন। ফিলিস্তিনের প্রতি সমর্থনে সরে দাঁড়ান আলজেরিয়ান এই জুডোকা। প্রথম রাউন্ডে তাঁর খেলা ছিল সুদানের মোহামেদ আবদালরাসুলের বিপক্ষে। বাটবালের মুখোমুখি না হতে সেই আবদালরাসুলও প্রত্যাহার করে নিলেন নিজেকে! ওজন মাপার সময় হাজির থাকলেও ম্যাচে আসেননি সুদানের এই জুডোকা। আবদালরাসুলের নাম প্রত্যাহার করার পেছনে রাজনীতি আছে কি না, নিশ্চিত নয় এখনো। সেটা হলে নুরিনের মতো নিষিদ্ধ হতে হবে তাঁকেও। এএফপিসাতদিনের সেরা