kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

অলিম্পিক কর্নার

গোল্ডেন কুইন

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোল্ডেন কুইন

কসোভোকে টোকিও অলিম্পিকে দ্বিতীয় সোনা এনে দিলেন নোরা গিয়াকোভা। মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণিতে ফ্রান্সের লিওনি কিসিককে পেছনে ফেলে সোনার হাসি হেসেছেন ২৮ বছর বয়সী নোরা। এর আগে ৪৮ কেজি ওজন শ্রেণিতে দেশটির হয়ে সোনা জিতেছিলেন দিসত্রিয়া ক্রাসনিক। কসোভো ন্যাশনাল অলিম্পিক কমিটি তাদের ফেসবুক পেজে নোরার সাফল্যে লিখেছে ‘গোল্ডেন কুইন’। সড়ক দুর্ঘটনায় কসোভোয় ১০ জনের মৃত্যুতে গতকাল পালিত হচ্ছিল শোক। এমন দিনে নোরার সাফল্যে খুশি দেশটির প্রেসিডেন্ট ভোসা ওসমানিও। এপিসাতদিনের সেরা