kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

চীনকে ছাড়িয়ে জাপান

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচীনকে ছাড়িয়ে জাপান

অলিম্পিকে পাঁচটি সোনা ক্যাটি লেডেকির। ৪০০ মিটার ফ্রিস্টাইলের বিশ্বরেকর্ডও যুক্তরাষ্ট্রের এই সাঁতারুর। টোকিও অলিম্পিকে নিজের প্রিয় ইভেন্টের ফাইনালে ২০০ মিটার শেষে এগিয়ে ছিলেন ০.৬৬ সেকেন্ডের ব্যবধানে। কিন্তু অবিশ্বাস্যভাবে তাঁকে পেছনে ফেলে ৩ মিনিট ৫৬.৬৯ সেকেন্ডে সোনা জেতেন অস্ট্রেলিয়ার আরিয়ানা টিটমাস। এরপর আরিয়ানার কোচের অতি আবেগী উচ্ছ্বাস ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

চীনকে পেছনে ফেলে গতকাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জাপান। স্বাগতিকদের সোনা আটটি। সাত সোনা নিয়ে যুক্তরাষ্ট্র উঠে এসেছে দুইয়ে আর চীনের সোনা ছয়টি। ২০০৪ অলিম্পিকের পর টেবিল টেনিসের কোনো ইভেন্টে প্রথমবার সোনা হাতছাড়া হয়েছেন চীনের। মিশ্র দ্বৈতের ফাইনালে চীনের জিন জু ও শিওয়েন লিউ জুটিকে ৪-৩ সেটে হারিয়ে সোনা জেতেন জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো। গতকাল আর্টিস্টিক জিমন্যাস্টিকসে জাপানকে  পেছনে ফেলে নাটকীয়ভাবে সোনা জিতেছেন রাশান অ্যাথলেটরা ।

ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটির পর ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জেতেন ইংল্যান্ডের টম ডেলি ও ম্যাটি লি। এরপর ছেলেদের মাউন্টেন বাইক ক্রস কান্ট্রি সাইক্লিংয়ে টিম প্যাডকে বাজিমাত আরেক ইংলিশ টম প্যাডকের। মেয়েদের স্কিট শ্যুটিংয়ে অ্যাম্বার ইংলিশের পর ছেলেদের ইভেন্টেও অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ভিনসেন্ট হ্যানকক। এএফপিসাতদিনের সেরা